- অর্ডার সম্পন্ন হওয়ার পরে এলাকা ভেদে সাত থেকে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা গুনতে হবে ই- কমার্স কোম্পানিকে। - এটি করতে ব্যর্থ হলে ই- কমার্স কোম্পানিকে জরিমানার পাশাপাশি গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। - এমনকি তারা পণ্য সরবরাহ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হবে। জালিয়াতি এবং দেরিতে পণ্য ডেলিভারি রোধে এসব শর্ত যুক্ত করে ই-কমার্স নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। অবশ্য এই শর্তগুলো শুধুমাত্র যারা ওয়েবসাইট ভিত্তিক ই-কমার্স পরিচালনা করেন তাদের জন্য। ফেসবুক ভিত্তিক যারা এফ কমার্স পরিচালনা করেন তাদের জন্য আলাদা নীতিমালা গ্রহণ করা হবে। সূত্র: https://www.facebook.com/Cyber71Bangladesh/posts/1405474709803383