Movies

KGF Chapter 2 Story Prediction | কি আছে KGF Chapter 2 এর গল্পে! রকি ভাইয়ের শেষ পরীনতি

সাম্প্রতিক সময়ে আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার যেখানেই যান না কেনো সব জাগাতেই একটাই আলোচনা দেখবেন, কোলার গোল্ড ফিল্ড বা KGF। এই আলোচনাকে অহেতুক ও বলা যায় না, কারন মাত্র দুই দিনেই KGF চাপ্টার ২ এর টিজার ভেঙ্গে দিয়েছে পূর্বের সকল সিনেমা টিজারের ভিউজ এবং লাইকের রেকর্ড।

ইন্ডিয়ার বলিউড, তামিল, তেলেগুর মত বাঘা বাঘা ইন্ডাস্ট্রি যা পারেনি সেটাই করে দেখাচ্ছে ছোট্ট কান্নাড়া ইন্ডাস্ট্রি। ২০১৮ তে কেউই ভাবতে পারেনি KGF এমন ইতিহাস গড়বে। অথচ রিলিজের পরই ক্ল্যাশে শাহ্ রুখ খানের জিরো সিনেমাকা দুমড়ে মুচড়ে একের পর এক রেকর্ড গড়ে হয়েছিলো কান্নাড়া ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার।

এই ক্রেজ এর ফলে KGF চাপ্টার ২ হয়েছে ইন্ডিয়ার সবচেয়ে প্রতিক্ষীত সিনেমা। রকিং স্টার ইয়াশ এর জন্মদিনে kgf-2 এর টিজার রিলিজের পরপরই চারিদিকে হুলস্থুল পরে যায় কি আছে সেকেন্ড চাপ্টারে!! আজ তাই আমরা চোখ বুলিয়ে আসবো কোলার গোল্ড ফিল্ডের দুনিয়ায়। বিশ্লেষণ করার চেষ্টা করবো কি ঘটতে পারে পরবর্তী অংশে। তবে যারা এখনো KGF সিনেমাটা দেখেন নি তাদের প্রতি অনুরোধ থাকবে আগে সিনেমাটা দেখে পরে এই ভিডিওটি দেখুন।

তো ভালোভাবে সিট বেল্ট বেধে নিন প্রিয় ভিউয়ার্স, আপনাদের এখন নিয়ে যাবো রুদ্ধশ্বাস এক রোলার কোস্টার রাইডে।

#KGFchapter2 #Story

সোর্স: Trendz Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
DMCA.com Protection Status