Movies

À Nos Amours (1983) To Our Loves Review | Movies Review

À Nos Amours (1983) / To Our Loves
👒ফরাসি তরুণীর কামিং-অফ-এইজ ড্রামা-রোমান্স
👙১৮+ সতর্কতাঃ নগ্নতা, পারিবারিক ভায়োলেন্স
৮০ এর দশকের ফরাসি টিনেজার তরুণীর প্রেমজীবন, সেক্স, পরিবারের সাথে সম্পর্ক বা দুঃসম্পর্ক – সবকিছুকে পরিচালক এমনভাবে পর্দায় দেখিয়েছেন, ছুঁয়ে দেখা যাচ্ছিলো। খুব আন্তরিক ড্রামা দেখতে পছন্দ করলে খুব ভালো লাগবে সিনেমাটা।
আমার দেখার সময় এখনকার কামিং-অফ-এইজ ফিল্মগুলো যেমন Lady bird মনে পড়ছিল, ওই বয়সী তরুণীদের কেউ কেউ সম্পর্কের ব্যাপারে একটু খেয়ালী হয়, একজনের সাথে আজীবন কাটানোর চেয়ে এক্সপ্লোর করতে পছন্দ করে, ভালো থাকতে পছন্দ করে, বিপত্তি ঘটে যখন তার প্রেমিক বা পরিবারের মানুষ জাজমেন্টাল হয়ে যায়। ওরা কষ্ট পায়, তবু নিজের জায়গা থেকে নড়ে না।
বাইরে এমন ডিস্টার্বড চরিত্রকে ঘিরে মুভি তৈরি হলেও মূলধারায় বরাবরই নায়ক নায়িকারা প্রেমের বেলায় হতে হবে আদর্শ। সেজন্য রিলেট করার চেয়ে বেশি হতাশা তৈরি হয়। এজন্যই ইউরোপিয়ান ফিল্ম এত বাস্তব লাগে। এখানে সুজানের ভূমিকায় অভিনেত্রি স্যান্ডিরিন বেনের বয়স তখন ১৬। তাই চরিত্রের সাথে একদম মাখামাখি। তার প্রথম পরিচালিত ছবিতেই সুন্দর অভিনয়ের ছাপ ছেড়েছেন। তবে, সিনেমার আসল তারকা পরিচালক মরিস পিলে, যিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেও ফাটিয়েছেন।
ফরাসি সিনেমা খোলামেলা দৃশ্য থাকাটায় নতুনত্ব নেই, তবে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স আছে, পারিবারিক চুলাচুলিগুলো এত বাস্তবিক ছিল, যা আমি খুব বেশি ছবিতে দেখিনি।মরিস পিলের উপস্থাপন অনন্য, ঘটনাগুলো যেমন হয় সেভাবেই উনি দেখাতে পারেন, সংলাপে তীক্ষ্ণতার সাথে কাব্যিকতাও আছে।
ফরাসি থ্রিলার অনেক দেখেছি। এই প্রথম কামিং-অফ-এইজ ঘরানাটা দেখলাম। চমৎকার লাগলো।
রটেন টোম্যাটোজেঃ ৮৮% (সমালোচক), ৮০% (দর্শক) ইতিবাচক।
লেটারবক্সঃ ৩.৯/৫
আমার গ্রেডিংঃ B+
#মুভি #সিনেমা #রিভিউ #ফরাসি #ইউরোপিয়ান #অভীজিবরান

À Nos Amours (1983)

সোর্স: দারুণ সব সিনেমার খবর আর লিংক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
DMCA.com Protection Status